বিদেশে উচ্চশিক্ষার পথিকৃৎ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ৩ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ ১২টা ১মিনিটে কেক কেটে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস-চেয়ারম্যান লায়ন অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশন। আরো উপস্থিত ছিলেন বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ঘোষিত নিরক্ষরমুক্ত ডিজিটাল বাংলাদেশ এবং শিক্ষায় উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক-এর ২৭তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
দিনব্যাপি এই অনুষ্ঠানে আগামী উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গঠনের বাস্তবমুখী গাইডলাইন তুলে ধরেন আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞ এবং বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ। তিনি বলেন, বিশ^ব্যাপি কোভিড-১৯’র কারণে শিক্ষায় দুর্যোগ নেমে এসেছে। পথহারা হতাশাগ্রস্থ হাজার হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নতুন আঙ্গিকে ব্যাপক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে উচ্চশিক্ষার পথকে সুগম করতে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ২৭ বছর যাবৎ বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ৭০,০০০ শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন দেশের কয়েক হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের ৩০০ এর অধিক বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে আসছে।