দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পুলিশ বাহিনী অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশ তাদের দক্ষতা দেখিয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছে।
সম্প্রতি রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ দমনের সফলতার কারণে আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে তারা। এছাড়া বাংলাদেশ পুলিশ এখন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুসংগঠিত একটি বাহিনী বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২০২০ সালের মার্চে যখন কোভিডের শুরু হয়, তখন আমরা জানতাম না কীভাবে এই করোনাকে মোকাবিলা করতে হবে। তখন শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে আসছিলাম।