বিশেষ খবর



Upcoming Event

কর্মমুখী শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হতে হবে -শিক্ষা উপমন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক সংবাদ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, উন্নত বিশ্বের মতো আমাদের ছেলে মেয়েদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র পেশার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হতে হবে। উন্নয়নশীল দেশ ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার বিকল্প নেই।

সম্প্রতি কুমিল্ল­া শিক্ষা বোর্ডের আওতাধীন ছয়টি জেলার শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে কোভিড-১৯ পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী।

বোর্ডের মিলনায়তনে আয়োজিত ওই সভায় নওফেল বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্কুলমুখী করতে আমাদের সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রধানমন্ত্রী নিদের্শনা অনুযায়ী সব স্কুল ও কলেজ খোলার বিষয় আমরা প্রস্তুতি গ্রহণ করছি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img