আশা ইউনিভার্সিটি বাংলাদেশে ‘সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি আশা ইউনিভার্সিটি এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বাংলাদেশে সাইবার অপরাধের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান চিত্র বিষয়ে আলোচনা করেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবু দাউদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. ডালেম চন্দ্র বর্মণ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক মোঃ মঈনউদ্দিন খান। সেমিনারে মূল আলোচক ছিলেন সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক আতিকুল ইসলাম খান।