বিশেষ খবর



Upcoming Event

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ১৮ বছর পূর্তি উদযাপন

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় ১৮ বছর পূর্তি উদযাপিত হয়েছে। সম্প্রতি রাজাধানীর ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটরিয়ামে এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকদের নিয়ে মিলনমেলার আয়োজন করে। পুরনো দিনের স্মৃতিচারণ, বন্ধু-বান্ধবদের চিরচেনা আড্ডা, গান, গল্পে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের সাড়া জাগানো ব্যান্ড চিরকুটসহ প্রখ্যাত সংগীতশিল্পী তনু চৌধুরী, দিপেন মহাজনসহ অন্যরা।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img