নোয়াখালী জেলায় শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন চাটখিল টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এস এম হামিদুল হক। তিনি প্রতিষ্ঠানে ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর থেকে কর্মরত আছেন। স¤প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে তাকে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়।
জানা গেছে, বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষার স¤প্রসারণের লক্ষে ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের অধীনে স্থাপিত চাটখিল টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রথম ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসাবে তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম আরম্ভ করেন। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগে গত ২০০৭ খ্রিষ্টাব্দের মার্চ মাস থেকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলেন। ২০০৩ খ্রিষ্টাব্দে কম্পিউটার টেকনোলজি ইনস্ট্রাক্টর হিসেবে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ১ম শ্রেণির কর্মকর্তা হিসাবে সরকারি চাকুরিতে পদার্পণ করেন।
কারিগরি অঙ্গনে প্রকৌশলী এস এম হামিদুল হক এক সুপরিচিত নাম। উনার কারিগরি জ্ঞানের আলোয় বিকশিত সহস্র ডিপ্লোমা প্রকৌশলী দেশে ও বিদেশে সুপ্রতিষ্ঠিত। শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্বাবধায়নে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি উনি নয়া দিল্লী, ভারত এবং সিঙ্গাপুরে কারিগরি শিক্ষার উপরে প্রশিক্ষণ গ্রহণ করেন। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়েও সফলতার স্বাক্ষর রাখতে সবার কাছে দোয়া প্রত্যাশী তিনি।