বিশেষ খবর



Upcoming Event

সান্ধ্য কোর্স বন্ধে ইউজিসির পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের বিষয়ে আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ইউজিসিকে আগামী ৯০ দিনের মধ্যে আদালতকে তা জানাতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ২০১৯ সালের ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স বন্ধ করাসহ কিছু পরামর্শ দেয়। ইউজিসির পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলো মেনে চলতে আইনগতভাবে বাধ্য থাকলেও তা প্রতিপালন করেনি। এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) অনুসন্ধান করে জানতে পারে, ইউজিসির পরামর্শ না মেনেই বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব ইচ্ছায় সান্ধ্য কোর্স কাজ চালিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে গত ৩১ জানুয়ারি ক্যাব আচার্যের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদন করে, যা ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। তার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় ২৯ মে ক্যাব হাইকোর্টে রিট দায়ের করে। রিটের শুনানি শেষে হাইকোর্ট সোমবার রুল জারি করেছেন বলে জানান তিনি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img