বিশেষ খবর



Upcoming Event

নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে অন্তর্বর্তী সরকার -এলজিআরডি উপদেষ্টা

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

অভ্যুত্থান পরবর্তী জনগণের মধ্যে যে কাক্সিক্ষত বাংলাদেশ গড়ার স্বপ্ন তা বাস্তবায়নে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সে পর্যন্ত জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে শুরু হওয়া তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থান এই জাতিকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে, স্টেকহোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে। এর মাধ্যমে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে। অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের এজেন্ডা বাস্তবায়নে এবং সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই দায়িত্ব নিয়েছে সেটি বাস্তবায়নে দেশবাসীর কাছে সাহায্য প্রত্যাশা রেখে সরকারের এই উপদেষ্টা বলেন, একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ যেভাবে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, যেখানে বড় কোনো ধরনের রক্তপাত হয়নি। মানুষ আইন ও বিচারের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি এবং ভরসা পাই এদেশের মানুষ ধৈর্য ও অংশগ্রহণের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের যে ফসল দেশের মানুষ পেতে চায় তা বাস্তবায়নের সহযোগিতা করবে। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছে, দেশ পুনর্গঠনে একইভাবে এগিয়ে আসবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এদেশের তরুণ সমাজ জাতি ও দেশকে একটি নতুন স্বপ্ন দেখার একটি প্রেক্ষাপট তৈরি করেছে। সেটি সফল করতে এই তরুণ সমাজের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img