বিশেষ খবর



Upcoming Event

মানহীন প্রতিষ্ঠান পাঠ্যবইয়ের মান যাচাইয়ে

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

৩১ কোটি বইয়ের মান যাচাইয়ে ছিল মাত্র ২১ জন। আর এই দুই ডজনের কম ব্যক্তিই যাচাই করেছেন চল্লিশ হাজার মেট্রিক টন কাগজের মান। অবাক করা বিষয় হলো, স্বল্প সংখ্যক কর্মী দিয়ে প্রতিষ্ঠানটি কাগজের মান খারাপ পায়নি। অবাধে দিয়েছেন ছাড়পত্র। উল্টা তাদের দেওয়া সনদ ধরেই শিক্ষার্থীদের হাতে পৌছে গেছে নি¤œমানের বই, যা নিয়ে সব মহলেই উঠে ব্যাপক আপত্তি। অথচ কাগজ যাচাইয়ে কোম্পানিটির মেশিন ভালো ছিল না। পাঁচ কোম্পানিকে ডিঙিয়ে সর্বোচ্চ দরদাতা হওয়ার পরও কাজ পেয়েছিল ভারত নিয়ন্ত্রিত ফরাসি কোম্পানি ব্যুরো ভেরিটাস। প্রেস মালিকদের অভিযোগ, মান যাচাই নয়, উৎকোচ দিয়েই সার্টিফিকেট দিয়েছে কোম্পানিটি। এতে প্রেস মালিকদের সব বইগুলোই নির্ধারিত মান উতরে গেছে। নি¤œ মানের কাগজ দিলেও ওঠেনি কোনো আপত্তি। প্রেস মালিক ও কোম্পানির মধ্যে যোগসাজশেই ৩২ লাখ টাকায় কাজ পাওয়া কোম্পানিটি ৮ কোটির ব্যবসা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষ্ট কোম্পানির দাবি তাদের কর্মী ছিল শতাধিক। নিয়ম মেনেই কাজ করা হয়েছে। অথচ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্মকর্তারা জানান, এত অল্প জনবলে বিপুল পরিমাণ কাগজ যাচাই-বাছাই করে প্রেসে যাচ্ছে কী না তা দেখা সম্ভব নয়। সেখানে বইয়ের রং, কালি, আকার ঠিকঠাক দেখতে হলে কয়েকশত জনবল ও সময় প্রয়োজন। প্রতি বছর মাধ্যমিক স্তরের বইয়ের রং, আকার, কাগজের মান ও কালি ঠিকঠাক আছে কী না তা যাচাইয়ে প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। এর জন্য দরপত্রের মাধ্যমে তৃতীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শর্ষের মধ্যেই ভূত থাকায়, রক্ষক ভক্ষকে পরিণত হয়। গত বছরই এর ব্যতিক্রম হয়নি। গত বছর পিডিআই ইন্সপেকশন করতে ৭৫ লাখ টাকা প্রাক্কলিত দর হিসেবে দরপত্র আহ্বান করে এনসিটিবি। ৬টি কোম্পানি এই দরপত্রে অংশ নেয়। কোম্পানিগুলো হলো- ইন্ডিপেনডেন্ট বিডি, শেখ ট্রেডিং, ইনফিনিটি বিডি, কন্ট্রোল ইউনিয়ন বিডি, হাইটেক বিডি এবং ব্যুরো ভেরিতাস। নিয়ম অনুযায়ী সর্বনি¤œ দরদাতাকে কাজ দেওয়ার কথা থাকলেও কাজ পেয়েছে সর্বোচ্চ দরদাতা ভারত নিয়ন্ত্রিত ফরাসি কোম্পানি ব্যুরো ভেরিতাস। দরপত্রের তথ্য অনুযায়ী, ইন্ডিপেনডেন্ট বিডি প্রাক্কলিত দর ৭৫ লাখ টাকা হলেও এই কাজটি করতে ১৫ লাখ টাকা লিখে দরপত্র জমা দেয়। শেখ ট্রেডিংয়ের দরপত্র মূল্য ১৯ লাখ টাকা। ইনফিনিটি বিডির দরপত্রে লেখা ২০ লাখ ৬০ হাজার। এছাড়াও কন্ট্রোল ইউনিয়ন বিডি ৯ লাখ, হাইটেক বিডি ৩ লাখ ৯৯ হাজার ও ব্যুরো ভেরিতাস ৩২ লাখ ৬১ হাজারে দরপত্র জমা দেয়। পিপিআর অনুযায়ী সর্বনি¤œ দরদাতার কাজ পাবেন তা না করে সর্বোচ্চ দরদাতাকে কাজ দেওয়া হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img