বিশেষ খবর



Upcoming Event

ইউজিসিকে বাইপাস করার অভিযোগ নীতিমালা ছাড়াই পিএইচডি চালু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রাম চালুর ব্যাপারে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিল। কিন্তু দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে কাক্সিক্ষত মান অর্জনে সেভাবে সফলতা দেখাতে না পারায় এসব প্রতিষ্ঠানে পিএইচডি প্রোগ্রাম চালু নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বরাবরই। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় ও তদারকি প্রতিষ্ঠান বারবার উদ্যোগ নিয়েও পিছিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দুই বছরেও এ সংক্রান্ত নীতিমালাই তৈরি করতে পারেনি। ঠিক এরূপ এক সময়েই ইউজিসিকে বাইপাস করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চালু করা হলো পিএইচডি প্রোগ্রাম, যা নিয়ে দেশের প্রথম সারির হাফ ডজন বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এভাবে পিএইচডি প্রোগ্রাম চালু করার বিষয়টিও সমালোচিত হচ্ছে। শুধুমাত্র একটিমাত্র বিশ্ববিদ্যালয় এভাবে পিএইচডি’র সুযোগ পাওয়ার বিষয়ে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমি খুব বেশি জানি না। এ বিষয়ে মন্তব্য করার সক্ষমতা আমার নেই। তবে খুব দ্রুতই নীতিমালা প্রকাশ করা হবে বলে তিনি জানান। জানা যায়, লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রাম চালু করেছে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘ব্র্যাক ইউনিভার্সিটি’। ১৬ জুন সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে ঘটা করে এই ঘোষণা দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেখানে ইউজিসি ও দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নীতি-নির্ধারকরা উপস্থিত ছিলেন। ইউজিসির কর্মকর্তারা বলছেন, নীতিমালা ছাড়াই অনুমোদন কিভাবে দেয়া যায়! এই প্রোগ্রাম কোন নিয়ম মেনে চলবে বা দায়িত্ব-কর্তব্য কী? এছাড়া দুর্নীতি ও পক্ষপাতিত্বের ঝুঁকি, আইনি জটিলতা, অসামঞ্জস্য ও দ্বৈত নীতিকে সমর্থন দেবে, দীর্ঘমেয়াদে সমস্যা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমালোচনাও করেন অনেকে। একাধিক কর্মকর্তা বলেন, আগামীতে পিএইচডি চালুর বিষয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এমন সুযোগ নিতে পারে। এমন নিয়মের ব্যত্যয় অনেকের মধ্যেও ছড়িয়ে যেতে পারে। সূত্র বলছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে এই প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সেক্ষেত্রে তদারক সংস্থা তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে বাইপাস করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img