বিশেষ খবর



Upcoming Event

অতীশ দীপঙ্কর ও ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং ড. মাহাবুবুর রহমান মোল্ল­া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৯ অক্টোবর এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আনম এহসানুল হক মিলন এবং ড. মাহাবুবুর রহমান মোল্ল­া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ড. মাহাবুবুর রহমান মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আনম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। এছাড়া ছিলেন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কর্মকর্তারা ও মোল্লা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। বক্তব্যে এহসানুল হক মিলন বলেন, শহীদ জিয়াউর রহমান দারিদ্রমুক্ত মেধাবী জাতি গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বিএনপি সরকারের সময় শিক্ষা ব্যবস্থায় নকলমুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, যা আজও মানুষের মনে আছে। আবারো সুযোগ পেলে শিক্ষাখাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করতে চান তিনি। শামসুল আলম লিটন বলেন, এ সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। তিনি জানান, ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট একটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img