বিশেষ খবর



Upcoming Event

আইএফআইসি ব্যাংক বৃত্তি পেলেন ঢাবি’র ৩৭ শিক্ষার্থী

ক্যাম্পাস ডেস্ক ব্যাংক বীমা সংবাদ
img

পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৭জন শিক্ষার্থী আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড বৃত্তি লাভ করেছেন। এছাড়া, ৭জন তরুণ শিক্ষক এবং ৩জন শিক্ষার্থীকে আইএফআইসি ব্যাংক গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্ণর অধ্যাপক ড. আতিউর রহমান ১৯ মে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে অনুদান ও  বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর অধ্যাপক ড. আতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য ব্যাংকিং খাতসহ বিভিন্ন কর্পোরেট হাউজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমাদের শিক্ষাখাতে বিনিয়োগ আরও বাড়াতে হবে। 


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img