বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের মেগা শপিং সেন্টার। এ ধরনের দুর্যোগের অন্যতম হলো ভূমিকম্প। তবে আমি সব সময় বলি, ভূমিকম্প মানুষ মারে না, মানুষ মারে অপরিকল্পিত, ত্রুটিপূর্ণ নির্মাণ। আমরা ভূমিকম্প প্রতিরোধ করতে পারব না। তবে আমরা যদি এখন থেকে বিভিন্ন অবকাঠামোগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়-ক্ষতি অনেক কমিয়ে আনতে পারব। অন্যথায় বাংলাদেশকে বড় ধরনের ক্ষয়-ক্ষতির বিপদে পড়তে হবে। কারণ আমরা ভূমিকম্প ঝুঁকিপ্রবণ অঞ্চলে বসবাস করছি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জবপবহঃ ঝবরংসরপ ঊাবহঃং ধহফ উবংরমহ ড়ভ ঊধৎঃযয়ঁধশব জবংরংঃধহঃ ঝঃৎঁপঃঁৎবং শীর্ষক এক সেমিনারে চুয়েট ভিসি প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে এ উপলক্ষে চুয়েট’র ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চ আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চুয়েট’র প্রো-ভাইস চ্যান্সেলর মোঃ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতিঃ দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যে কোনো নির্মাণে সঠিক ফাউন্ডেশন গড়ে তোলাই সবচেয়ে জরুরি। ভিত্তি মজবুত থাকলে অবকাঠামোও শক্ত হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকিমুক্ত স্থাপনা নির্মাণে প্রকৌশলী ও স্থপতিগণকে এক সাথে কাজ করতে হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর মোঃ রফিকুল আলম বলেন, ভূমিকম্প আমাদের মাঝে আতঙ্ক হয়ে আছে। কারণ এমনিতেই আছি ভূমিকম্পপ্রবণ এলাকায় সেখানে আবার বিভিন্ন ত্রুটিপূর্ণ নির্মাণও অনেক। বিশেষজ্ঞগণের আশংকা সত্যি হলে আমাদের ভয়ংকর পরিস্থিতিতে পড়তে হবে। দেশে বড় ধরনের ধ্বংসযজ্ঞ হতে পারে। তাই এখন থেকে সাবধান ও সচেতন হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওঊঊজ -এর পরিচালক প্রফেসর ড. মো: আব্দুর রহমান ভূইয়া।ঊধৎঃযয়ঁধশব জরংশ রহ ইধহমষধফবংয শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ ও চুয়েট’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম।
সমাজের সার্বিক অবস্থা প্রত্যক্ষ করলে প্রতিভাবান অনেক ফুটন্ত গোলাপ অঙ্কুরেই ঝরে যেতে দেখা যায়। যথেষ্ট মেধা এবং দক্ষতা থাকা সত্ত্বেও সঠিক দিক নির্দেশনার অভাবে এখনকার তরুন-তরণীদের অনেকের ক্যারিয়ার হয় অন্ধকারচ্ছন্ন।...
ইউরোপের উচ্চশিক্ষার একটি অবিছেদ্য শর্ত হলো আপনি আর্থিক সাবলম্বী কি না। আপনি আপনার পড়াশুনা চালিয়ে যেতে পারবেন কি না। ভিসা আবেদনের আগে আপনাকে একটা নির্দিষ্ট পরিমান টাকার ব্যাঙ্ক সলভেনসি সার্টিফিকেট ...
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...