বিশেষ খবর



Upcoming Event

ডাঃ আলমগীর মতি লায়ন্স ক্লাবের প্রধান উপদেষ্টা

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের প্রেসিডেন্ট, মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান, ঢাকা শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স আই হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক লায়ন ডাঃ আলমগীর মতি এমজেএফ কে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি২ বাংলাদেশ এর ২০১৫-১৬ বছরের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 
সম্প্রতি ক্লাবের ডিস্ট্রিক গভর্ণর লায়ন ওয়াহিদুজ্জামান বাবর এমজেএফ এর হাতে তুলে দেয়া হয়েছে। 
উল্লেখ্য, মানব সেবায় বিশেষ অবদানের জন্য ডাঃ আলমগীর মতি ইতিপূর্বে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। হারবাল গবেষণার অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার লাভ করে ড. আলমগীর মতি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
হারবাল চিকিৎসা ও গবেষণায় নিবেদিত ডাঃ আলমগীর মতি হারবাল চিকিৎসাকে আন্দোলনের রূপ দিয়েছেন। তিনি মডার্ণ হারবাল গ্রুপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। একজন টিভি ব্যক্তিত্ব হিসেবে চ্যানেলে নিয়মিত হারবাল খাদ্য ও চিকিৎসার ওপর আলোচনা করেন। 


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img