প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সিরাজুল হক খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ১ জুলাই বিজ্ঞান ও প্রযুক্তি সচিব খোন্দকার আসাদুজ্জামান পিআরএলে গেলে পদটি শূন্য হলে এই পদে সিরাজুল হক খানকে নিয়োগ দেয়া হয়। ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা মহাজোট সরকারের আমলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে।