বিশ্বের শিশুদের বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে অন্তত ‘৮ দিনের সামরিক ব্যয়’ দান করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী কনিষ্ঠ নোবেল জয়ী মালালা ইউসুফজাই। গতকাল মঙ্গলবার নরওয়ের অসলোতে অনুষ্ঠিত জাতিসংঘের একটি শিক্ষা সম্মেলনে ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানান তিনি।
অলাভজনক প্রতিষ্ঠান মালালা ফাউন্ডেশনের হিসাবে প্রতি বছর শিশু শিক্ষার জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সব মিলিয়ে ৩ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় হয়। আপাত দৃষ্টিতে এটা অনেক বড় অঙ্ক মনে হলেও বিশ্বের সামরিক খাতের মাত্র ৮ দিনের ব্যয়ের সমান। মালালা বলেন, দুর্ভাগ্যজনক হলেও বাস্তবে সামরিক খাতে মাত্র আট দিনেই ৩ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় হয়। সামরিক খাতের মাত্র ৮ দিনের ব্যয় কাটছাঁট করে শিক্ষা খাতে দেয়া হলে বিশ্বের যত শিশু এখন পড়াশোনায় রয়েছে, তাদের ১২ বছরের দীর্ঘ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা নিশ্চিত হয়। ২০১২ সালে নারী শিক্ষার পক্ষে সোচ্চার মালালা তালেবানের গুলিতে আহত হন।