বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সর্বাধুনিক উন্নত প্রযুক্তি সমৃদ্ধ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। কক্লিয়ার ইমপ্ল্যান্টও সে ধরনের একটি চিকিৎসাসেবা, যা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রাম ইন বিএসএমএমইউ এর মাধ্যমে দেয়া হচ্ছে। কক্লিয়ার ইমপ্ল্যান্টের পর শ্রবণ প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা হয়ে থাকবে না বরং উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)র সি ব্লকের ৭ম তলায় মাল্টিপারপাস হলে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রাম ইন বিএসএমএমইউ ২য় পর্যায়ের প্রথম বরাদ্দপত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২য় পর্যায়ের প্রথম বরাদ্দপত্র অনুষ্ঠানে ৩৬ জন শ্রবণ প্রতিবন্ধীকে নামমাত্র মূল্যে বরাদ্দ দেয়া হয়। বরাদ্দপ্রাপ্ত ৩৬ শ্রবণ প্রতিবন্ধীর মধ্যে ৩৪ জনই শিশু। ২য় পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ৩৬ জন শ্রবণ প্রতিবন্ধীকে এ বরাদ্দপত্র দেয়া হবে। এ প্রকল্পের মেয়াদ আগামী বছরের (২০১৬ সাল) জুন মাসে শেষ হবে।