বিশেষ খবর



Upcoming Event

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিগত অনুমোদন

ক্যাম্পাস ডেস্ক মেডিকেল কলেজ

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা । তবে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আগের মতোই থাকবে।
সম্প্রতি সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ ব্যাপারে জানান।
নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের মেডিকেল কলেজগুলো ওই দুটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে। ফলে নতুন দুটিসহ দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে তিন।
মন্ত্রিপরিষদ-সচিব জানান, সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে এবং মতামত সাপেক্ষে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যায় আইনের খসড়া অনুমতি  দেয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগের বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। তখন ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার কথা বলা হলেও সমালোচনার মুখে ওই উদ্যোগ আর এগোয়নি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img