বিশেষ খবর



Upcoming Event

শাবিতে ভর্তি হতে পেরে তোমরা ভাগ্যবান -ড. জাফর ইকবাল

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

তোমরা অনেক ভাগ্যবান যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছো। এটা ভাবার কোনো অবকাশ নেই তোমরা তোমাদের কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারনি।
শাবিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে জনপ্রিয় লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল নবীনদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে ওরিয়েন্টেশনে তিনি আরো বলেন, শাবি হচ্ছে ইউনিক বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনা করলে অবশ্যই তোমাদের সফলতা আসবে।
তোমাদেরকে কেবল ক্লাসরুমে থাকলে হবে না ক্লাসরুমের বাইরেও মনোনিবেশ করতে হবে। ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরের সমন্বয় করেই এগিয়ে যেতে হবে। শাবিতে কাউকে রোবট কিংবা ড্রোন বানানোর শিক্ষা দেয়া হয়নি। তবুও আমাদের ছেলেরা তা আবিষ্কার করেছে। প্রচ- ইচ্ছাশক্তির কারণেই এটা সম্ভব হয়েছে।
শাবিতে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক অনেক ভালো। তাই এখানে পরাশোনার পরিবেশও অনেক ভালো।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img