মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দেশের ২১ তম মন্ত্রিপরিষদ সচিব হলেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর শফিউল আলম জানান, চাকরিজীবনের অভিজ্ঞতা দিয়ে তিনি এ পদে কাজ করবেন। বিশেষ করে সরকারের উন্নয়ন কাজে ধারবাহিকতা রক্ষায় প্রশাসনিক সমন্বয়ের ওপর জোর দেবেন তিনি।
শফিউল আলম প্রশাসনের ১৯৮২ নিয়মিত ব্যাচের কর্মকর্তা। বর্তমানে সচিবদের মধ্যে তিনি মেধাক্রম অনুযায়ী প্রথমে রয়েছেন। চাকরিতে তিনি মাগুরা ও ময়মনসিংহের জেলা প্রশাসক, রাজশাহীর বিভাগীয় কমিশনারের দয়িত্ব পালন করেন।
তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, যোগাযোগ মন্ত্রলায়ের অতিরিক্ত সচিবেরও দায়িত্ব পালন করেছেন।