বিশেষ খবর



Upcoming Event

আমেরিকায় পড়াশোনা এবং স্কলারশিপের সুযোগ

ক্যাম্পাস ডেস্ক বৃত্তি
img

আমেরিকার ইউনিভার্সিটি অব ওরিগনে পড়াশোনার জন্য স্কলারশিপ আহবান করা হয়েছে। আর্থিকভাবে সচ্ছল নন এমন শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য অগ্রাধিকার পাবেন। ইউনিভার্সিটি অব ওরিগনে ব্যাচেলর ডিগ্রি নিতে চান এমন যে কেউ আবেদন করতে পারবেন।
ওই স্কলারশিপের ব্যবস্থা করে দিচ্ছে ইউনিভার্সিটি অব ওরিগনে একটি সংস্থা, ইন্টারন্যাশনাল কালচারাল সার্ভিস প্রোগ্রাম বা আইসিএসপি। আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা শিক্ষার্থী এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের কাজ করে সংস্থাটি। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্যান্য দেশ থেকে ইউনিভার্সিটি অব ওরিগনে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে আইসিএসপি।
যোগ্যতা
১. ইউনিভার্সিটি অব ওরিগনে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।
২. যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে এমন কেউ অযোগ্য বলে বিবেচিত হবেন।
৩. আর্থিক অসচ্ছলতার বিবরণ দিতে হবে।
৪. সর্বনিম্ন জিপিএ ৩.০ থাকতে হবে।
৫. অধ্যয়নরত অবস্থায় বছরে সর্বনিম্ন ৮০ ঘণ্টা সাংস্কৃতিক কাজে ব্যয় করার মানসিকতা থাকতে হবে।

ডেডলাইন
১৫ জানুয়ারি ২০১৬।
অর্থের পরিমাণ
মোট টিউশন ফির একটি অংশ দেওয়া হবে। টাকার পরিমাণ ৯ হাজার থেকে ২৭ হাজার ডলার পর্যন্ত। যা বাংলাদেশি টাকায় ৭ থেকে ২১ লাখ টাকা। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুনঃ http://international.uoregon.edu/isss/scholarships/icsp-scholarships


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img