বিশেষ খবর



Upcoming Event

কুয়েটে ইআইসিটি ২০১৫ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ তিন দিনব্যাপী ২য় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি-২০১৫)’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী সম্মেলনে বিশ্বের ১৩টি দেশ থেকে প্রেরিত ৩৫০টি গবেষণা পেপার থেকে বাছাইকৃত ১১৫টি টেকনিক্যাল পেপার মোট ৩২টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হবে এবং ৩টি সেরা পেপারকে পুরস্কৃত করা হবে।
সম্মেলনে টেকনিক্যাল পেপার উপস্থাপন ছাড়াও সুন্দরবন ও মংলা পোর্ট পরিদর্শন এবং কনফারেন্স ডিনারের ব্যবস্থা থাকবে। সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img