নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি ‘ওয়াই-ফাই’র শুভ উদ্বোধন করা হয়।
সম্প্রতি লাইব্রেরিয়ান জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় কেন্দ্রীয় লাইব্রেরিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান এ প্রযুক্তির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, অনেক দেরিতে হলেও আমরা ক্যাম্পাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা কেন্দ্রীয় লাইব্রেরিকে ‘ওয়াই-ফাই’ প্রযুক্তির আওতায় আনতে পেরেছি। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে। তিনি আরো বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা এ প্রযুক্তিকে শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করবে।
এসময় অন্যান্যের মধ্যে প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুশফিকুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।