বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই নিয়োগ দেন। ড. সাইফুল ইসলাম উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন।
ড. সাইফুল ইসলাম বুয়েট’র প্রথম নারী ভিসি খালেদা একরামের স্থলাভিষিক্ত হলেন। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে চার বছরের জন্য নিয়োগ পাওয়া খালেদা একরাম গত মাসে মৃত্যুবরণ করেন।
সাইফুল ইসলাম বুয়েট’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়- প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সহ উপাচার্যের দায়িত্ব পালন করছেন।