বিশেষ খবর



Upcoming Event

সাউথইস্ট ভার্সিটিতে গ্রাম নকশা শীর্ষক কর্মশালা

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

একুশ শতকের পরিবেশবান্ধব গ্রাম নকশা প্রণয়নে সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি ইলিয়না আউটরাম খালিলি’র তত্ত্বাবধানে ১৪ মার্চ এক কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মোবাশ্বের আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এর ডিন অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান। এ ছাড়াও বিষয় ভিত্তিক আলোচনা করেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস্-বাংলাদেশ এর শিক্ষা বিষয়ক সম্পাদক স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, নিউ আর্থ-ইউকে এর পরিচালক আকতানিন খায়ের তানিন এবং বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক স্থপতি সাজ্জাদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্ট এর বোর্ড অব ট্রাস্টিজ এর চিফ কো-অর্ডিনেটর উইং কমান্ডার সৈয়দ আহমেদ কবীর, এফএডব্লিউসি, পিএসসি (অবঃ), বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথি এবং মিডিয়া প্রতিনিধিবৃন্দ।
বক্তারা জলবায়ূ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, জলবায়ূ উদ্বাস্তু সংকট নিরসনে স্থানীয় সম্পদ ও নির্মাণ উপকরণ ব্যবহার করে সময়োপযোগী গৃহায়ন প্রকল্প বাস্তবায়নে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। তারা এ ক্ষেত্রে পরিবেশ বান্ধব গ্রাম নকশা প্রণয়নের বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। স্থপতি ইলিয়না পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরেন।  উল্লেখ্য, ইলিয়না আউটরাম খালিলি স্থায়ীত্বসম্পন্ন স্থাপত্য নির্মাণের একজন পথিকৃৎ হিসেবে গত দুই দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে আসছেন। তার নকশাকৃত ‘স্যান্ডব্যাগ শেলটার প্রোটোটাইপ’ আগা খান অ্যাওয়ার্ড লাভ করে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img