এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভিসি প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতি তার সূচনা বক্তব্যে গবেষণাভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র শিক্ষা কার্যক্রম ও বিশেষায়িত বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করেন।
আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তুষ্টি জ্ঞাপন করে চাঁপাইনবাবগঞ্জে উচ্চশিক্ষা প্রসারের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নবাবগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল সুলতানা রাজিয়া, বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান প্রমুখ।