বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর ফার্মেসী অনুষদ এক ‘ভাইরাল হেপাটাইটিস ও ফ্যাটি লিভার ডিজিজ’ এর উপর সচেতনতামূলক সেমিনারের আয়োজন করছে।
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর ফার্মেসী বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দেশের প্রবীন শিক্ষাবিদ, নর্দান ইউনির্ভাসিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এডব্লিউএম আব্দুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ও ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন ।
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের এসোসিয়েট প্রফেসর ড.মামুন-আল-মাহতাব। সেমিনারে প্রধান বক্তা প্রফেসর ড. মামুন-আল-মাহতাব বিভিন্ন বিষয়ের উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন।