চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি নির্বাচনে জয়ী হয়েছে আওয়ামী লীগ ও বামপন্থি শিক্ষকদের সংগঠন হলুদ দল। সমিতির ১১টি পদের সবকটিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে তারা। সভাপতি পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর এবং সাধারণ সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এসএম খসরুল আলম কুদ্দুসী নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী শিক্ষক অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৮৬৬ জন ভোটারের মধ্যে ৭২৬ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।