প্রফেসর ড. মকবুল আহমেদ খান সম্প্রতি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন এবং মস্কো টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ড. খান দেশ-বিদেশে ৫টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন যার মধ্যে ইংল্যান্ডের ব্রাডফোর্ড ইউনিভার্সিটি এবং নিউজিল্যান্ডের ওটাগো ইউনিভার্সিটির নাম উল্লেখযোগ্য।
তিনি একনাগাড়ে ১৬ বছর বিশ্বব্যাংকের টেক্সটাইল এ্যাডভাইজার হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষে কাজ করেছেন।