বিশেষ খবর



Upcoming Event

পবিপ্রবি’র নয়া প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

বিশ্ববিদ্যালয়টির প্রথম প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন পবিপ্রবি’র উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি তাঁকে চার বছর মেয়াদের জন্য এ নিয়োগ প্রদান করেন। প্রফেসর মোহাম্মদ আলী ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে সাবেক পটুয়াখালী কৃষি কলেজের প্রভাষক হিসেবে যোগদান করে ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর হিসেবে পদোন্নতি পান। চাকরি জীবনে তিনি পবিপ্রবি’র প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ ও নীলদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। বর্তমানে তিনি রিজেন্ট বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সেনগ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img