বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৬টি অনুষদের অধীন ২০টি বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল মান্নান নবীনদের উদ্দেশ্যে বলেন, ২৪ জানুয়ারি দিনটি গণঅভ্যুত্থান দিবস হিসেবে পরিচিত। আর এ দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আয়োজন করায় দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয় তথা এর নবীন শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের মত এত তরুণ প্রজন্ম খুব কম দেশেই আছে। এই তরুণরাই পারবে বিশ্বকে পরিবর্তন করতে।