অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিক্ষার্থীদের কল্যাণে অর্থ ব্যয়ে আমরা কোনো প্রকার দ্বিধা করবো না। আমাদের অর্থ ঠিক জায়গায় ব্যয় করতে হবে। আমরা সেই কাজই করছি।
সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক রাশেদ তালুকদার, অধ্যাপক সাবিনা ইসলাম, অধ্যাপক এ জেড এম মনজুর রশীদ, অধ্যাপক ড. শহীদুর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর নাসের ইবনে আফজাল, ইশফাকুল হোসেন প্রমুখ।