বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, চেষ্টা করলে তরুণ প্রজন্মের কাছে অসাধ্য বলে কিছু নেই।
দেশের ১৬ কোটি মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করছে পশুপালন গ্র্যাজুয়েটরা।
তিনি বলেন, তাছাড়া প্রাণিপালন ও এদের প্রতি ভালোবাসা মানুষের মনে মানবিকতার সঞ্চার ও মনুষ্যত্বের বিকাশ ঘটায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নিজেও গৃহপালিত পশু, পাখি পালন করতেন।
সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে পশুপালন অনুষদের ৪৮তম ব্যাচের স্নাতক সমাপনী উপলক্ষে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার।
এসময় প্রথম ছয়জন মেধাস্থান অধিকারী পদক দেয়া হয়।