সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিইডিপি প্রকল্পের আওতায় ৪টি বিষয়ে কলেজ শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়।
স্নাতকোত্তর কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সফলভাবে প্রশিক্ষণকার্য সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন ও তাদের হাতে সনদ তুলে দিয়ে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে ব্যাপকভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি আঞ্চলিক ভিত্তিতে কিছু সংখ্যক কলেজকে মডেল কলেজে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নির্বাচিত এ-সব কলেজের লাইব্রেরিতে মানসম্পন্ন বই, তথ্য প্রযুক্তিগত সুবিধা সৃষ্টি, মেধাবী শিক্ষার্থীদের সর্বপ্রকার ফিস মওকুফ, শিক্ষকদের প্রশিক্ষণে অগ্রাধিকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা ইত্যাদি ছাড়াও অন্যান্য বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অর্থ যোগানদান ও প্রয়োজনীয় অন্যান্য বিশেষ সহায়তা প্রদান করা হবে। আশা করা যায় শিক্ষার মানোন্নয়নে এ পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচ্য এ কর্মসূচি ক্রমান্নয়ে অধিক সংখ্যক কলেজের ক্ষেত্রে সম্প্রসারিত করা হবে।
বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, মার্কেটিং ও রসায়ন বিষয়ে সর্বমোট ১১৩ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।