বিশেষ খবর



Upcoming Event

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আত্মপ্রকাশ

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

ময়মনসিংহে দেশের ১১তম শিক্ষা বোর্ডের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন স্বাক্ষরিত এক আদেশে নতুন এই শিক্ষা বোর্ড গঠনসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, সরকার ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধ্যাদেশের ক্ষমতাবলে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং উন্নয়নের উদ্দেশ্যে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ’ গঠন করেছে। এটি হবে ময়মনসিংহ শহরে।
জানা যায়, এত দিন এই চার জেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঢাকা বোর্ডের অধীনে ছিল। এখন থেকে এসব জেলার দায়িত্ব ময়মনসিংহ বোর্ডের। এত দিন দেশে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, যশোর, কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ড ছাড়াও মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে মোট ১০টি শিক্ষা বোর্ড ছিল। ময়মনসিংহ শিক্ষা বোর্ড নিয়ে এই সংখ্যা ১১তে উন্নীত হলো। সরকার ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠনের গেজেট জারি করে। এরপর থেকেই ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠনের প্রক্রিয়া চলছিল।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img