নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন ২টি অনুষদ ও ৫টি বিভাগের দ্বার উন্মোচিত হয়েছে। অনুষদ দু’টি হলো ফ্যাকাল্টি অব এডুকেশন সায়েন্স ও ফ্যাকাল্টি অব সোস্যাল সায়েন্সেস এন্ড হিউম্যানিটিজ। আর বিভাগগুলো হলো সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, শিক্ষা বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও সমাজবিজ্ঞান। ফলে এবার ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণিতে আরো বেশি শিক্ষার্থী নোবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ভর্তি পরীক্ষা আগামী ৩ এবং ৪ নভেম্বর ২০১৭ অনুষ্ঠিত হবে।