ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা ঢাবি রোকেয়া হলের প্রভোস্ট নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল অভিনন্দন জানান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। সম্প্রতি ড. জিনাত হুদা’র ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বাসভবনে এ অভিনন্দন জানানো হয়।
প্রসঙ্গত, অধ্যাপক ড. জিনাত হুদা মুক্তিযোদ্ধা অধ্যাপক কে এম সামশুল হুদা এমপি’র কন্যা। কর্মজীবনে নানা পদকের মাঝে উল্লেখযোগ্য রোকেয়া স্বর্ণপদক অর্জন করেন ড. জিনাত হুদা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী, জনপ্রিয় শিক্ষক ও দেশ সেরা বিশিষ্ট সমাজবিজ্ঞানী হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে।