বিশেষ খবর



Upcoming Event

ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

তথ্য ও প্রযুক্তি খাতে অবদান রাখায় শিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ২০১৭ সালের ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ পুরস্কার অর্জন করেছে। ৯ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ড সমাপনী অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মোজাম্মেল হক আজাদ খানের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তথ্য ও প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে। এখানে ভর্তি আবেদনের সবকিছুই অনলাইনে করার ব্যবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেনাকাটায় চালু আছে ই-টেন্ডারিং। লাইব্রেরিতে রয়েছে এক লাখেরও বেশি ই-বুক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কাজ সমন্বয়ের জন্যও রয়েছে বিশেষ সফটওয়্যার। আর এসব অগ্রগতিকেই ডিজিটাল ওর্য়াল্ড পুরস্কারের জন্য বিবেচনায় নেয়া হয়েছে বলে জানানো হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img