বিশেষ খবর



Upcoming Event

জীবন্ত গহনা

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

শৌখিন ও ফ্যাশন-সচেতন নারীদের জন্য সুখবর। এখন থেকে যেকোনো অনুষ্ঠানে নিজেকে অন্যদের কাছে ভিন্ন মাত্রায় উপস্থাপনের সুযোগ করে দেবে জীবন্ত গহনা। জীবন্ত গাছের বিভিন্ন অংশ দিয়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ডিজাইনার সুসান ম্যাকল্যারি তৈরি করেছেন হাতের ব্রেসলেট, মাথার ব্যান্ড, কানের দুল থেকে শুরু করে নেকলেস সবকিছুই। গাছ আর মূল্যবান ধাতুর সমন্বয়ে গড়া এই বায়ো-জুয়েলারি বেড়ে উঠবে অঙ্গেই। ঘরের মধ্যে যেসব গাছ মানুষ শখ করে রাখেন, ওই সব গাছ দিয়েই সুসান নির্মাণ করেছেন এমন গহনা। তার সঙ্গে যুক্ত করেছেন নিজের ফ্যাশন-প্রতিভা। লোহা বা স্বর্ণের ওপর বিশেষ কায়দায় জীবন্ত গাছ স্থাপন করে গহনা তৈরি করেছেন সুসান। এ গহনা ব্যবহার করা যাবে ২ থেকে ৪ সপ্তাহ। কারণ ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত সময় লাগে লোহা বা স্বর্ণের ওপর বসিয়ে দেয়া গাছের বিভিন্ন অংশের বড় হতে। এ সময়ের মধ্যে ফ্যাশন-সচেতন নারীরা তা অনায়াসে পরে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারবেন। এমনকি গ্র্যান্ড পার্টি থেকে শুরু করে বিয়ে বা ফ্যাশন শোতেও যেতে পারবেন। বরং মজার ব্যাপার হচ্ছে, গাছের তৈরি গহনা পরার পর নির্দিষ্ট সময় শেষ হলে তা ধাতব অংশ থেকে খুলে নিয়ে সযতেœ ঘরে সাজিয়ে রেখে দেয়া যাবে। এসব গহনায় গাছ মরে যাবে না। সুসানের এসব গহনা আপাতত তার অনলাইন শপিং মার্কেট ‘ইস্টি স্টোরে’ পাওয়া যাচ্ছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img