বিশেষ খবর



Upcoming Event

২৮ বছরে এক শিশু

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

একটি শহরে প্রায় ২৮ বছর ধরে কোনো শিশুর জন্ম হয়নি -এমনটা কল্পনা করাও কঠিন। কিন্তু ইতালির উত্তরাঞ্চলীয় ওসতানা শহরের জন্য এটাই বাস্তবতা। শহরটিতে প্রায় ২৮ বছর পর একটি শিশুর জন্ম হয়েছে। এ নিয়ে সেখানকার জনসংখ্যা দাঁড়াল ৮৫ জনে।
স্থানীয় একটি গণমাধ্যম জানায়, প্রায় তিন দশক পর জন্ম নেয়া শিশুর নাম রাখা হয়েছে ‘পাবলো’। ১০০ বছর ধরে ওসতানা শহরের জনসংখ্যা কমছিল। ১৯৭৬ সাল থেকে ১৯৮৭ সালের মধ্যে এই শহরে জন্ম নেয় মাত্র ১৭টি শিশু। নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে শহরের জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন শহরের মেয়র। পাবলোর বাবা হোসে এবং মা সিলভিয়াও এই শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু কাজের প্রস্তাব পাওয়ার পর তারা থেকে যান। ইতালির সব ছোট শহরের ক্ষেত্রেই এ ধরনের ঘটনা প্রযোজ্য। তরুণরা কাজের সন্ধানে ছোট শহর ছেড়ে পাড়ি জমাচ্ছে বড় শহরে। ফলে জনশূন্য হয়ে পড়ছে ছোট শহরগুলো।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img