বিশেষ খবর



Upcoming Event

এক কাপ চা ৩ লাখ টাকা

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

তিনি ভারতের অন্যতম ধনকুবেরের স্ত্রী। শুধু তাই নয়, মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট দলের মালিক তিনি। নীতা আম্বানি ভারতের অন্যতম ফ্যাশনিস্টও। তার সম্পর্কে জানতে কে না আগ্রহী? নীতা আম্বানির বিলাসী জীবন সম্পর্কে জানেন? তার সকালের এক কাপ চায়ের দামই ৩ লাখ টাকা! হ্যাঁ, ঠিকই শুনেছেন। তার অনেক শখের মধ্যে এটাও একটা। জাপানের প্রাচীনতম ক্রোকারিজ ব্র্যান্ড নরিতেক থেকে ২২ ক্যারেট স্বর্ণ ও প্লাটিনাম খচিত ক্রোকারি সেট কেনেন, যার দাম দেড় কোটি টাকা। আর এক কাপ নরিতেক চায়ের দাম ৩ লাখ টাকা।
শুধু চা নয়; ঘড়ি, ব্যাগ, জুতা নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে তিনি। তার ঘড়ির কালেকশনে রয়েছে বুলগারি, রাডো, গুচি, কেলভিন ক্লেন, ফসিল প্রভৃতি বিশ্বের সেরা ব্র্যান্ড। হ্যান্ডব্যাগের তালিকায় রয়েছে স্নেল, গোয়ার্ড ও জিমি চু, যার দামই শুরু হয় ৩০ লাখ টাকা থেকে।
জুতার ব্যাপারেও তার পছন্দটা একেবারেই আলাদা। পাদ্রো, গ্রাসিয়া, জিমি চু, পেলমোধা, মার্লিন ব্র্যান্ড শোভিত জুতার র‌্যাক থেকে একই জুতা কখনও দু’বার পরেন না তিনি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img