বিশেষ খবর



Upcoming Event

চোখে ঘুম আনবে পানি

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

যারা প্রতিনিয়ত ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য সুখবর। গভীর ঘুমের জন্য এবার কোকাকোলা জাপান এক ধরনের পানি বাজারজাত করতে যাচ্ছে- এ পানি পানের কিছু সময়ের মধ্যে চোখজুড়ে আসবে ঘুম। ‘গ্ল্যাকিউ সিøপ ওয়াটার’ নামের এই পানি প্রতিরাতে পান করলে রাতভর ঝামেলাহীন ঘুম হবে। এল-থিনাইন নামের এক ধরনের এমাইনো এসিডের সংমিশ্রণে এই পানি প্রস্তুত করা হয়েছে। এই এসিড সাধারণত উদ্বেগ ও সকল প্রকার মানসিক চাপ কমিয়ে শরীরকে আরাম দেয়। ফলশ্রুতিতে চোখজুড়ে আসে একরাশ প্রশান্তির ঘুম।
এছাড়াও অত্যন্ত ব্যস্ত মানুষ, যারা নিয়ম করে ৮ ঘণ্টা ঘুমাতে পারেন না- তাদের জন্যও এ পানি ফলদায়ক। এই পানি পান করে অল্প কয়েক ঘণ্টা ঘুমালেই পুরো ৮ ঘণ্টার সমান ঘুমের ফল পাওয়া যায়। কোকাকোলার অন্যান্য পণ্যের মতো এই পানিতে কোনো প্রকার ক্যাফেইন নেই। কোম্পানি কর্তৃপক্ষ বলছে, প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য পরিমাণ পানি পান করলেই চলবে। আর সবচেয়ে ভালো ফলের জন্য ঘুমাতে যাওয়ার আগে গোসল করার পরামর্শ দিয়েছেন তারা।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img