মাত্র ২৬ সপ্তাহের মাথায় প্রচ- প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানিতা সিং (২৫)। খুব ভয় পাচ্ছিলেন তিনি। ২ বছর আগে তার একটি ছেলে জন্মের পরপরই মারা গিয়েছিল। এবারও তেমন কিছু হবে নাতো! এ উদ্বেগের মধ্যেই স্বাভাবিকভাবে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপর সবাইকে বিস্মিত করে দিয়ে আধা ঘণ্টার মধ্যেই পরপর আরও ৪টি মেয়ে জন্ম নেয় তার। পরপর ৫ সন্তান প্রসব করে মানিতা নিজেই হতবাক হয়ে যান। এমন কিছু হতে পারে বলে তার কোনো ধারণাই ছিল না। গর্ভাবস্থায় এমন কিছু টেরও পাননি তিনি। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষাও করা হয়নি তার। একটি সন্তানই পেতে যাচ্ছেন এমন ধারণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানিতা।
৫ কন্যা সন্তানকে পেয়ে আনন্দিত মানিতার স্বামী মনিশ বলেন, ১টি নয়, ৫টি সন্তান দেয়ার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে খুবই কৃতজ্ঞ। ২ বছর আগে জন্মের পরপরই আমরা আমাদের প্রথম সন্তানকে হারাই। আমাদের মন ভেঙে গিয়েছিল। আমার ধারণা, সৃষ্টিকর্তা আমাদের সেই ক্ষতিই পূরণ করলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, এদের প্রত্যেকের ওজন মাত্র দেড় কেজি। সময়ের আগেই জন্মের কারণে তারা এখনও শঙ্কামুক্ত নয়। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মানিতার সন্তান জন্ম দেয়ার সময় দায়িত্ব পালনকারী চিকিৎসক দলের প্রধান ডাঃ টেকাম বলেন, আমার চিকিৎসক জীবনে স্বাভাবিকভাবে একসঙ্গে ৫টি শিশুর প্রসব করানোর ঘটনা এটিই প্রথম।