স্বচ্ছ কাঠ? কাঠ কখনও কাঁচের মতো স্ফটিক স্বচ্ছ হতে পারে? এর মধ্য দিয়ে অনায়াসে ভেদ করতে পারে আলো? বিশ্বাস করুন আর নাই করুন এবার সুইডেনের স্টকহোম শহরের কেটিএইচ রয়্যাল ইনস্টিটটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা এমন এক ধরনের কাঠ আবিষ্কার করেছেন যেটি স্বচ্ছ। এর মধ্য দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারে আলো। এই কাঠ বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে এটি নির্মাণ শিল্প এবং সোলার টেকনোলজি খাতে বিপ্লব ঘটাতে পারে বলে বিজ্ঞানীদের আশাবাদ।
এই কাঠের দাম বর্তমান স্থাপনায় ব্যবহৃত গাছের কাঠের তুলনায় অনেক কম হবে। এটি নবায়নযোগ্য এবং দেখতেও সুন্দর। কেটিএইচএর ওয়ালেনবার্গ উড সায়েন্স সেন্টারের শিক্ষক লার্স বার্গগ্লুন্ড বলেন, বিশেষ করে সোলার উইন্ডো ও ঘরের জানালায় এই কাঠ ব্যবহার করা যাবে। আবার অফিসের অভ্যন্তরে পার্টিশন করতে এই কাঠ ব্যবহার করা যেতে পারে। আবার বড় কোনো জিনিস ঢেকে রাখতে এই কাঠ ব্যবহার সহজ হবে।