বিশেষ খবর



Upcoming Event

রোগীর শরীর থেকেই ক্যান্সারের ওষুধ

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

ক্যান্সার চিকিৎসায় চমকপ্রদ এবং একই সঙ্গে আশাপ্রদ এক পদ্ধতির দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাণঘাতী ক্যান্সারের চিকিৎসায় নতুন এ পদ্ধতি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে প্রত্যাশা করছেন তারা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেন্ট অব সায়েন্সের সম্মেলনে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা এ গবেষণার ফলাফল তুলে ধরেন। তারা জানান, সবচেয়ে আশাপ্রদ ফল পাওয়া গেছে লিউকেমিয়াসহ বিভিন্ন ধরনের ‘লিকুইড’ ক্যান্সারের ক্ষেত্রে। রোগীর দেহ থেকে রোগপ্রতিরোধী কোষ টি-সেল সরিয়ে নিয়ে তাতে জিনগত পরিবর্তন ঘটানো হয়। এরপর গবেষণাগারে কৃত্রিম উপায়ে ওই পরিবর্তিত টি-সেলের সংখ্যা বাড়িয়ে লাখো কোটিতে নেয়া হয়। এরপর সেগুলো ওই রোগীর দেহেই প্রয়োগ করা হয়, যা ক্যান্সার কোষগুলো মেরে ফেলে।
এ গবেষণা সম্পর্কে ড. কিয়ারা বোনিনি বলেন, সত্যিই একটা বিপ্লব হয়ে গেছে। টি-সেলকে তিনি ‘জীবন্ত ওষুধ’ হিসেবে অভিহিত করেন। ক্যান্সার চিকিৎসায় এ পদ্ধতি শিগগির সহজলভ্য হবে বলে তিনি আশা করছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img