বিশেষ খবর



Upcoming Event

গুগল আই

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

গুগল এবার মানুষের চোখে কম্পিউটার বসানোর পরিকল্পনা করছে। এরই মধ্যে এই কম্পিউটারের পেটেন্টের জন্য আবেদনও পেশ করা হয়ে গেছে। অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদ ওয়েবসাইট নিউজ ডট কম জানিয়েছে, গুগলের এই কম্পিউটারের কাজ হবে মানুষের দৃষ্টিশক্তিকে আরো উন্নত করা। এছাড়া নানা তথ্য বিশ্লেষণ করার কাজে ব্যবহার করা যাবে এই কম্পিউটার। বিশেষজ্ঞরা এই কম্পিউটারের নাম দিয়েছেন ‘গুগল আই’। মানুষের চোখে স্থাপন করা হলে, যে আলো এই কম্পিউটারের ওপর পড়বে, সেই আলোর তারতম্য থেকেই এটি মানুষের দৃষ্টিশক্তিকে আরো কার্যকর করে তুলবে। এছাড়া ক্ষুদ্র এই কম্পিউটারে কিছু পরিমাণ মেমোরি সংরক্ষণ করার ব্যবস্থাও রাখা হচ্ছে। আরো থাকছে একটি রেডিও। একটি বিশেষভাবে তৈরি অ্যান্টেনার সাহায্যে কম্পিউটারটিকে চার্জ করা যাবে। অবশ্য মানুষের চোখে এরকম জটিল একটি যন্ত্র বসানো যে সোজা কাজ নয়, তা বলাই বাহুল্য।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img