বিশেষ খবর



Upcoming Event

ভার্চুয়াল কনফারেন্সে ড. সেলিম উদ্দিন | অনলাইনে শিক্ষার গুরুত্ব সবাই উপলব্ধি করছে

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

বর্তমানে কোভিড-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনলাইনে শিক্ষার প্রয়োজনীয়তা সবাই অনেক গভীরভাবে উপলব্ধি করছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ও ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন।

সম্প্রতি অনলাইন হায়ার এডুকেশন ইন বাংলাদেশ : প্রসপেক্টাস অ্যান্ড চ্যালেঞ্জস শীর্ষক ভার্চুয়াল কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ব্যবসায় প্রশাসনের ডিন অধ্যাপক রণজিত কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী। তাছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

ড. সেলিম প্রবন্ধে বর্তমান বাংলাদেশে অনলাইনে হায়ার এডুকেশনের সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জগুলোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি আলোচনাকালে বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার প্রতিটি ক্ষেত্রে অনলাইনের ব্যবহার অনস্বীকার্য। তাছাড়া বর্তমানে কোভিড-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে সবাই এর প্রয়োজনীয়তা অনেক গভীরভাবে উপলব্ধি করছে।

প্রধান অতিথি অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বর্তমান এ কঠিন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস বন্ধ থাকলেও বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা, দক্ষতা অর্জন, গবেষণা সবই চলছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img