স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কারিগরি শিক্ষা নিশ্চিত না হলে চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হবে। কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব ধরনের উন্নয়নে কাজ করছে।
সম্প্রতি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ভবনে প্রতিনিধি সম্মেলন-২০২০-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আইডিইবি সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠিত অধিবেশনে আরো বক্তব্য দেন আইডিইবি নির্বাহী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান।
আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছিল, কিন্তু সে গতি থমকে গেছে করোনার কারণে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বিশ্বাস করেন, কারিগরি শিক্ষার বিস্তার না ঘটলেই আমাদের উন্নয়ন মুখ থুবড়ে পড়ে যাবে। আমরা যত কিছুই করি, আমাদের যদি কারিগরি শিক্ষা না থাকে, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারব না। বাংলাদেশ সমানতালে এগিয়ে যাচ্ছে।