জাতীয় সংসদে সম্প্রতি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ পাস হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিরোধী দলীয় সদস্যরা বিলটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এর আগে বিলটি সংসদে উত্থাপিত হলে পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটি সম্প্রতি বিলটির প্রতিবেদন সংসদে জমা দেয়। পাস হওয়া বিলটিতে ৫৪টি ধারা রয়েছে। এতে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন, সংজ্ঞা ছাড়াও আচার্য, উপাচার্যের দায়িত্ব ও কর্তব্য, ট্রেজারার, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটি সম্পর্কিত বিধান আছে। বিলে এই বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্য, প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থাকবে বলে উল্লেখ আছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে হবিগঞ্জ জেলায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।