বিশেষ খবর



Upcoming Event

আবদুল কাদির মোল্লাকে ‘শিক্ষাবন্ধু’ খেতাব প্রদান

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী মজিদ মোল্ল­া ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্ল­াকে ‘শিক্ষাবন্ধু’ খেতাব প্রদান করা হয়েছে। এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে এই খেতাব প্রদান করে। শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজধানীর কাওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে এ খেতাব প্রদান করা হয়।

৩ দশক ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, আর্থিক অনুদান, বৃত্তি প্রদান, মসজিদ মাদ্রাসা নির্মাণ ও করোনাকালে ব্যতিক্রমী ভ্রাম্যমাণ শিক্ষাব্যবস্থা পরিচালনাসহ শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছেন আবদুল কাদির মোল্ল­া। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আবদুল কাদির মোল্ল­াকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক হস্তান্তরের মাধ্যমে শিক্ষাবন্ধু খেতাব ঘোষণা করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img